বাপ্পাদিত্য চক্রবর্তী
বাপ্পাদিত্য চক্রবর্তী প্রায় চল্লিশ বছরের কর্মজীবনে সরকারি এবং বেসরকারি নানা প্রতিষ্ঠানের সঙ্গে নানাভাবে যুক্ত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ কলকাতা-র স্নাতক। আই.আই.এম. সি-তেই অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন। গােয়ার পাের্টের ডায়রেক্টর। থেকে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস্ এর ডায়রেক্টর পর্যন্ত নানা জায়গায় কাজ করেছেন। অধুনা বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে যুক্ত। পৃথিবীর নানা দেশে কাজ করেছেন—কাম্বােডিয়া থেকে - পশ্চিম আফ্রিকার লাইবেরিয়া পর্যন্ত। সাহিত্য জগতে পদার্পণ এই প্রথম। যদিও এর আগে তার নানা লেখা অনুষ্টুপ এ প্রকাশিত হয়েছে। তার ইংরাজি কবিতার একটি ছােটো সংকলন সাহিত্য একাডেমির পত্রিকায় প্রকাশিত হয়েছে।