Skip to Content
Filters

author.name

বি এম হ্যারিস

বি এম হ্যারিস বাংলা সাহিত্যে বাংলা প্রমিত উচ্চারণ নিয়ে যাঁরা নিরলস কাজ করে যাচ্ছেন বি এম হারিস তাঁদের মধ্যে অন্যতম। তাঁর জন্ম ১৩ ডিসেম্বর, ১৯৬৯ সালে মাগুরা (প্রাক্তন যশোর) জেলার মোহম্মদপুর থানাধীন খোদ্দফুলবাড়ি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। পিতামোঃ হাতেম বিশ্বাস এবং মাতা মোছা. শুকুরন্নেছার অষ্টম সন্তান । স্ত্রী ফারহানা আক্তার বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন উপস্থাপিকা। প্রত্যয় মাহাদী তাঁদের একমাত্র সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয় পড়ুয়া-জীবনে সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িয়ে পড়েন। এসময় আবৃত্তি ও নাট্যাভিনয়সহ বেতার-টেলিভিশনে আবৃত্তি, উপস্থাপনা, খবরপাঠ ও অনুষ্ঠান গ্রন্থনায় অংশ নেন। বাকশিল্পাচার্য অধ্যাপক নরেন বিশ্বাসের দৃষ্টি-অক্ষম সময়ে বেতার-টেলিভিশনে সম্প্রচারিত তাঁর ‘বাংলা প্রমিত উচ্চারণ' শিক্ষা অনুষ্ঠানের পাণ্ডুলিপি লিখনে এবং উচ্চারণ বিষয়ক বক্তৃতা' শীর্ষক ক্যাসেট-অ্যালবামে বিশেষ সহযোগী হিসেবে কাজ করেন । ৩০ মে ২০০৩-এ আত্ম-প্রকাশ করে বাংলা প্রমিত উচ্চারণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান 'অদ্রি'। এর প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি প্রতিষ্ঠাতা প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছেন অত্যন্ত বলিষ্ঠতার সাথে। এ দীর্ঘ সময় প্রশিক্ষণের মাধ্যমে তিনি একটি বিষয় প্রমাণ করতে পেরেছেন যে, শুধু মঞ্চ-মিডিয়াতে অভিনয়-আবৃত্তি-উপস্থাপনা-সংবাদপাঠে নয়, দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে নিজেকে গ্রহণযোগ্য করে উপস্থাপন করার অন্যতম প্রধান হাতিয়ার 'বাংলা প্রমিত উচ্চারণ' একজন বাঙালি হিসেবে। এরই ধারাবাহিকতায় তিনি 'বাংলা প্রমিত উচ্চারণ' ও “উচ্চারণ জড়তা দূর করাত বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছেন ক্যান্টভিউ স্কুল, পিকার্ড স্কুল, স্বপ্নধরা স্কুল, সবুজ পাতার দেশে, আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ, আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, সাউথ-ইস্ট ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, গ্রীন ইউনিভার্সিটিসহ আরও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, এটিএন বাংলা স্টাইল আইকন' ২০০৮ এবং 'নাগরিক' টিভিতে অতিথি প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছেন। বর্তমানে বি এম হারিস গ্রীন ইউনিভার্সিটির ‘এফটিডিএম' বিভাগে অতিথি প্রশিক্ষক হিসেবে নিয়োজিত। ‘উচ্চারণের ক্লাসরুম' তাঁর দীর্ঘ ১৫ বছরের বাংলা প্রমিত উচ্চারণ প্রশিক্ষণ কার্যক্রম থেকে অর্জিত অভিজ্ঞতা ও সাধনার ফল। আমি তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।