বিচারপতি মোঃ আজিজুল হক
বিচারপতি মোঃ আজিজুল হক লেখক চাঁপাইনবাবগঞ্জ জেলার ইসলামপুর ইউনিয়নের দশরশিয়া গ্রামে ১৯৫৩ সনে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সনে বিসিএস (বিচার) ক্যাডারের মুনসেফ পদে চাকরি জীবন শুরু করেন। তিনি খুলনায় ডিভিশনাল স্পেশাল জজ, মাগুরায় জেলা ও দায়রা জজ, ঢাকায় ডিভিশনাল স্পেশাল জজ, ফরিদপুরে জেলা ও দায়রা জজ, নির্বাচন কমিশন সচিবালয়ে যুগ্ম সচিব (আইন) এবং ঢাকায় মহানগর দায়রা জজ পদে কর্মরত ছিলেন। পরিশেষে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে ২ বছর দায়িত্ব পালন করেছেন। সর্বপ্রকার ফৌজদারি মামলার বিচার কাজে তিনি ২২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। আইনজীবী হিসেবে প্রায় ৪ বছর ও বিচারক পদে ৩০ বছর কাজ করেছেন। ১৫ বছরের অধিককাল লেখক হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি আরবিট্রেটর হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।