Skip to Content
Filters

author.name

বিজয়া চৌধুরী

বিজয়া চৌধুরীর জন্ম অসমের শিবসাগরে। বড় হয়েছেন সিলেটে। মুম্বইতে ছিলেন দীর্ঘদিন। সুখ্যাত সংগীতশিল্পী। গানের প্রথম রেকর্ড প্রকাশ পায় এইচ. এম. ভি. থেকে ১৯৬৫ সালে। পরবর্তীকালে আরও অনেক। ২০০৪ সালে প্রকাশ পায় তার লেখা ‘সিলেট কন্যার আত্মকথা। মায়ের কাছে রান্নার হাতেখড়ি। মায়ের শিক্ষার সঙ্গে নিজের উৎসাহ ও আগ্রহ মিশিয়ে তৈরি করেছেন অনেক নতুন রান্না।