Skip to Content
Filters

author.name

বিপাশা বাশার

বিপাশা বাশার বিপাশার জন্ম এবং শৈশব কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় । তাঁর বাবা ডঃ খায়রুল বাশার ছিলেন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর এবং চেয়ারম্যান। বাবার উৎসাহ আর অনুপ্রেরণায় কৈশোরে বিপাশা বাংলা আর ইংরেজীতে লেখালিখি করতেন। উদয়ন বিদ্যালয় থেকে ১৯৯০ সালে এসএসসি পাশ করবার পর বিপাশা বাবা-মা , ভাই-বোনের সাথে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হন। পরবর্তীতে তিনি মলিকুলার বায়োলজিতে আন্ডারগ্র্যাজুয়েট ( উইথ অনার্স) ডিগ্রী অর্জন করেন ইউনিভার্সিটি অফ আ্যালাবামা বারমিংহাম থেকে। তারপর মেডিকেলে এমডি ডিগ্রী সম্পন্ন করেন আমেরিকান ইউনিভার্সিটি অফ ক্যারিবিয়ান থেকে। অতঃপর ইন্টারনাল মেডিসিনে স্পেশালাইজেশন করেন ফিলাডেলফিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটিতে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও তিনি বাংলা ভাষা আর বাংলাদেশকে ভীষণভাবে ভালবাসেন। বিদেশের মাটিতে বাংলা ভাষা , সংষ্কৃতি আর ঐতিহ্যকে নূতন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনি বিভিন্ন স্থানীয় বাংলাদেশী-আমেরিকান সংগঠনের সাথে যুক্ত আছেন । তিনি পেশায় ফুল টাইম সিনিয়র ইন্টারনাল মেডিসিন কনসালটেন্ট চিকিৎসক। অত্যন্ত ব্যস্ত কর্ম জীবন তাঁর। হাসপাতালের আইসিউ , ইমারজেন্সী রুমে কাজের ফাঁকে ফাঁকে তিনি গল্প , কবিতা, থ্রিলার ইত্যাদি লেখেন। তাঁর বেশ কিছু লেখা ইতিমধ্যে পেন্সিল গ্রুপে সমাদৃত হয়েছে। “মায়াজাল” বিপাশার লেখা প্রথম থ্রিলার উপন্যাস। বর্তমানে তিনি তাঁর স্বামী ও পুত্র সহ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বসবাস করছেন।