বিশ্বদেব ভট্টাচার্য
বিশ্বদেব ভট্টাচার্য কবি, আবৃত্তিকার, সাংবাদিক। পশ্চিমবঙ্গের পশ্চিম সীমানার রেলশহর চিত্তরঞ্জনে। জন্ম। তাবৃত্তি দিয়ে শুরু করে কবিতা লেখার পাশাপাশি সাংবাদিক হিসাবেও জাতীয় স্তরে স্বীকৃত। এই প্রত্যন্ত অঞ্চলে। থেকেও নিজস্ব চারিত্রিক দৃঢ়তায় আজ সারা দেশের কাছে নিজেকে তুলে। ধরেছেন। বর্তমান রাজ্য-রাজনীতির প্রেক্ষাপটে তাঁর। কবিতায় প্রতিবাদের সুর স্পষ্ট। সাংবাদিক। সুলভ মনােভাবে সমাজে ঘটমান নানান। বিষয় তাঁর কবিতায় উঠে এসেছে। কিন্তু। সবটাই রূঢ় বাস্তরের প্রতিচ্ছবি নয়। জীবনে সুখ দুঃখ, প্রেম ভালােবাসার যে। তান্তলীন অনুভব, তার চিহ্নও রয়ে গেছে। কবিতায়। ভাষা শহীদ স্মারক সম্মান, বিবেকানন্দ 'মুখােপাধ্যায় স্মারক সম্মান, সব্যসাচী। পুরস্কারে ভূষিত হয়েছেন।