ম. আলী আকবর হায়দার
ম. আলী আকবর হায়দার পিতা: মুনসুর আলী তালুকদার, মাতা: বেগম মমতাজুনেচ্ছা। জন্ম ১৯৪৮ সালে ১ মে। তিনি পিতা-মাতার সাত সন্তানের মধ্যে পঞ্চম। সন্তান। পিতার কর্মস্থল কলকাতায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পার্ক সার্কাস হাই স্কুলে অধ্যয়ন করে ১৯৬০ সালে পূর্ব পাকিস্তানে স্থানান্তর হন। পিতা ছিলেন ১৯২১ সালের এলাকার অন্যতম প্রথম সারির মুসলিম গ্র্যাজুয়েট ও কলকাতার রাইটারস বিল্ডিং এ চাকরিজীবী। পিতা এক সময় স্বদেশী ও বাম রাজনীতির ধারার ও এম.এন.রায়ের অনুসারী ছিলেন। পরবর্তীতে ভারত ভাগ হওয়া পর্যন্ত পাকিস্তান আন্দোলনে সংযুক্ত ছিলেন। ম. আলী আকবর হায়দার স্কুলে ছাত্র অবস্থায় তৃণমূলেই বাম ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পরেন। অষ্টম শ্রেণি থেকেই ছাত্র আন্দোলনের সাথে জড়িত। হামিদুর রহমান শিক্ষা রিপাের্ট, ৬ দফা আন্দোলন, ১১ দফা আন্দোলনের তৃণমূল পর্যায় সংগঠক। মুক্তিযুদ্ধের এলাকার সংগঠক এবং ৬ নং সেক্টরে বাংলাদেশ ফোর্সের সঙ্গে সম্মুখ যুদ্ধের এফ.এফ যােদ্ধা (১১৯/১১) শেষে নিজ দেশে ৭ নং সেক্টরে। নিজ গ্রামে মসজিদ, ক্লাব, সেবামূলক প্রতিষ্ঠান ও প্রাইমারি স্কুল প্রতিষ্ঠায় স্কুল জীবন থেকেই জড়িত।