মইনুল ইসলাম নয়ন
মইনুল ইসলাম নয়ন জন্ম: বাবার কর্মস্থল মােহনগঞ্জ, নেত্রকোণা বেড়ে ওঠা ঢাকার গেন্ডারিয়া। পৈতৃক নিবাস বিক্রমপুর। পড়ালেখা করেছেন গেন্ডারিয়া হাই স্কুল, ঢাকা কলেজ, ব্যাঙ্গালাের ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি। বিবিএম, এমবিএ।। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি দিয়ে ক্যারিয়ার শুরু হবে রক্তে ব্যবসার বীজ। মাত্র দুই বছরে বেশ কটি কোম্পানিতে মিড লেভেলের জব প্রচণ্ড স্বাধীনচেতা। তাই আকর্ষণীয় চাকরির অফার ইগনাের করে ব্যবসা শুরু নিজেকে উদ্যোক্তা ভাবতেই পছন্দ করেন। ফ্যাশন হাউস ‘স্বপ্নমেলা’, করপােরেট সেক্টরে পরিচিত নাম ‘ডি ইউ কমিউনিকেশনস', ‘ড্রিমস ইভেন্ট’, ‘ড্রিমটেক্স’-এর প্রতিষ্ঠাতা সিইও খুব ছােটবেলায় লেখালেখি শুরু। ঢাকা কলেজে পড়াকালে প্রথম উপন্যাস ‘শুধু তােমাকে ভালােবাসি' প্রকাশিত হয় লেখাটি ব্যাপক ও বিপুলভাবে পাঠক সমাদৃত হয়। এরপর মাত্র তিন বছরে প্রায় চৌদ্দটি উপন্যাস বের হয়। প্রতিটি লেখাই পাঠকগণ সানন্দে গ্রহণ করেছেন। একসময় পড়ালেখার জন্য দেশান্তরী ফিরে এসে ক্যারিয়ার প্রতিষ্ঠা করে করে মাঝখানে প্রায় এক যুগের বিরতি। ব্যস্ততা, আলসেমি আর কিছুটা অভিমানে কিছুই লেখা হয়নি এতদিন শুভাকাক্সক্ষীদের তাড়া আর নিজের দায়বদ্ধতা থেকে আবার লেখালেখি শুরু আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন লেখায় প্রেম প্রাধান্য পেলেও রক্তে-মাংসে উঠে আসে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত তারুণ্যের পাওয়া না পাওয়া, ক্ষোভ, দুঃখ, হতাশা, বেদনা আর সুখের চিত্র অংকিত হয় নিখুঁত ও নিখাদভাবে। তাই তার লেখায় পাঠক খুব সহজেই নিজেকে খুঁজে পান প্রতিটি লেখাই হয়ে ওঠে পাঠকের নিজস্ব গল্প ।