মকবুলা মনজুর
মকবুলা মনজুর জন্ম :(জন্ম ১৪ সেপ্টেম্বর, ১৯৩৮, মৃত্যু ৩ জুলাই ২০২০) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনা। পিতৃভূমি : সিরাজগঞ্জ জেলার মুগবেলাই গ্রাম। শিক্ষা : ঢাকা বিশ্ববিদ্যালয় এম. এ (বাংলা) পেশা : অধ্যাপনা। সাংবাদিকতা করছেন দীর্ঘদিন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতের কাছাকাছি। উপন্যাস, ছােট গল্প, প্রবন্ধ ও নাটক রচনার ক্ষেত্রে স্বচ্ছন্দ পদচারণ। প্রথম উপন্যাস আর এক জীবন'। প্রচুর লিখেছেন এবং লিখেছেন শিশু কিশােরদের জন্য। কিশাের উপন্যাস ‘ডানপিটে ছেলে’ চলচ্চিত্রায়িত এবং আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত। বেশ কিছু ছােট গল্প অনুদিত হয়ে ছাপা হয়েছে। বিদেশী পত্র-পত্রিকায়। নাটক লিখেছেন অনেক এবং তা প্রচারিত ও প্রদর্শিত হয়েছে রেডিও-টেলিভিশনে। ছােট গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। পুরষ্কার প্রাপ্তি : বেশ কয়েকটি।