Skip to Content
Filters

author.name

মখদুম আহমেদ

মখদুম আহমেদ সাবলীল অনুবাদক মখদুম আহমেদ পেশায় চিকিৎসক। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানের প্রথম পাঠ, এমবিবিএস করেছেন ২০০৬ সালে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার আকাঙ্ক্ষা থেকে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন। লেখালিখির ঝোঁক ছােটোবেলা থেকেই। তাঁর প্রথম প্রকাশিত রচনা অবশ্য ইংরেজিতে, ফোর্ট নাইট ফিকশন রচনায় প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে। প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলেন একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে, খণ্ডকালীন সাংবাদিকতাও করেছেন। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে।। আন্তর্জাতিক থ্যালাসেমিয়া ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত গ্রন্থের বাংলা সংস্করণ নিয়ে কাজ করছেন এখন। প্রকাশিত অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে ক্যাট অ্যান্ড মাউস,' 'নট এ পেনি মাের, নট এ পেনি লেস, রিভার গড। পড়াশােনার বাইরে অবসরে লেখালিখি, স্প্যানিশ গিটার বাজানাে তাঁর শখ। ভবিষ্যতে মেডিসিন বিষয়ে উচ্চতর অধ্যয়নের পরিকল্পনা আছে তাঁর। সমকালীন বাঙলাদেশের কথা নিয়ে তাঁর একটি পূর্ণাঙ্গ মৌলিক ইংরেজি উপন্যাস, ‘দ্য ডায়রি অব আ ট্রেইনি ডক্টর’ আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশের ব্যাপারে কথা চলছে। প্রিয় লেখকের মধ্যে রয়েছেন জীবনানন্দ দাস, হুমায়ুন আজাদ, আখতারুজ্জামান ইলিয়াস, শীর্ষেন্দু মুখােপাধ্যায়, উইলবার স্মিথ, ড্যান ব্রাউন, জেফরী আর্চার, জেমস প্যাটারসন, হ্যারল্ড রবিন্স প্রমুখ ।