মজিদ মাহমুদ
মজিদ মাহমুদ জন্ম ১৯৬৬ খ্রিস্টাব্দ, ১৬ এপ্রিল, পাবনা জেলার চরগড়গড়ি গ্রামে। বাবা কেরামত আলী বিশ্বাস, মা সানােয়ারা বেগম । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা-সাহিত্যে স্নাতকোত্তর। লেখালেখির হাতেখড়ি। শিশুবেলা থেকে। কবিতা তাঁর নিজস্ব ভবন হলেও প্রবন্ধ ও কথা-সাহিত্যে খ্যাতি রয়েছে। প্রথম গ্রন্থ। প্রকাশিত ১৯৮৫। এ যাবৎ তার গ্রন্থ সংখ্যা ৫০। | উল্লেখযােগ্য কয়েকটি গ্রন্থকাব্যগ্রন্থ : মাহফুজামঙ্গল (১৯৮৯), গােষ্ঠের দিকে। (১৯৯৫), বল উপাখ্যান (১৯৯৮), আপেল কাহিনি | (২০০১), বৃক্ষ ভালােবাসার কবিতা (২০০০), নির্বাচিত কবিতা (২০০৫), কাঁটাচামচ নির্বাচিত কবিতা (২০০৫), ধাত্রী-ক্লিনিকের জন্ম (২০০৬), | অনুবিশ্বের কবিতা (২০০০৭), শ্রেষ্ঠ কবিতা (২০০৬), দেওয়ান-ই-মজিদ (২০১০), সিংহ ও | গর্দভের কবিতা (২০১৩), সন্ত কবীরের ১০০ দোঁহা (২০১৪), কবিতামালা (২০১৫), গ্রামকুট | (২০১৬), কবীরের শত দোঁহা ও রবীন্দ্রনাথ (২০১৬), কাটাপড়া মানুষ (২০১৬), শুড়িখানার গান (১৯১৬), লঙ্কাবিযাত্রা (২০১৬), কাব্যসমুচ্চয় (২০১৯), ষটকগুচ্ছ (২০২০), খুঁত (২০২০)। গবেষণা ও প্রবন্ধগ্রন্থ : নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র (১৯৯৬), রবীন্দ্রনাথ ও ভারতবর্ষ (২০১২), কেন কবি কেন কবি নয় (২০০৩), নজরুলের মানুষ ধর্ম (২০০৪), ভাষার আধিপত্য ও বিবিধ প্রবন্ধ (২০০৫), উত্তর-উপনিবেশ সাহিত্য ও অন্যান্য (২০০৭), সাহিত্য চিন্তা ও বিকল্প ভাবনা | (২০১০), নির্বাচিত প্রবন্ধ (২০১৪), ক্ষণচিন্তা (২০১৬), নতুন সাহিত্য চেতনা (২০১৮)। কথাসাহিত্য : মাকড়শা ও রজনীগন্ধ্যা (১৯৮৬), সম্পর্ক (২০১৮), মেমােরিয়াল ক্লাব (২০২০)।