Skip to Content
Filters

author.name

মতিউর রহমান চৌধুরী

মতিউর রহমান চৌধুরী জন্ম পাবনা জেলার পর্ব বনগ্রাম নামক গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে। বসবাস পাবনা জেলার চাটমােহর থানার ছােট শালিখা মহল্লায়। পড়াশােনা জগন্নাথ থেকে ইতিহাসে মাস্টার্স। বর্তমানে বােনের বাসায় আশ্রিত। অনলাইনে দু'একটা কবিতা ছাপা হয়। অন্তঃদষ্টির প্রেম প্রথম বই। একটা প্রেমের হােট উপন্যাস লেখা চলছে। একটা কবিতার কথােপকথনের অডিও প্রকাশের অপেক্ষায়।