Skip to Content
Filters

author.name

মনির মোহাম্মদ

মনির মোহাম্মদ মনির মোহাম্মদ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বি.এস সি সম্পন্ন করে কাজ করছেন আইটি প্রকৌশলী হিসেবে বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে। মনির মোহাম্মদ এর আজন্ম সাধ, শব্দ চাষা হয়ে কলমের লাঙল চালাবেন কাগজের জমিনে। গল্প বলে যেতে যান সাধারণ মানুষের। যাদের যাপিত জীবন উনাকে ভাবায়। সাধারণ মানুষের সুখ-দুঃখ, হাসি, কান্না, প্রেম, ক্রোধ উনার লেখার মূল উপজীব্য। সেই ধারাবাহিকতায় লিখেছেন নীলাদ্রি, এগার সিন্ধুর, নয়া বউ, নাইয়রির এর মত পাঠক নন্দিত উপন্যাস। লিখে চলেছেন গান ও কবিতা যা ইউটিউব এ ছড়িয়ে আছে। কুঁড়িয়েছেন বিভিন্ন মহল থেকে প্রশংসা। পেয়েছেন পাঠকদের ভালোবাসা। ২০২০এ পেয়েছেন প্রিয়বাংলা সাহিত্য সম্মাননা। কাজ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ' অতঃপর একটি বাইসাইকেল, 'পয়জন'। উনার জন্ম ১৯৮৬ সালের ২১ শে অক্টোবর , ময়মনসিংহ জেলার, নান্দাইল উপজেলায়।

Books by the Author