Skip to Content
Filters

author.name

মনিরা পারভীন

মনিরা পারভীন রংপুর মহানগরীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মােঃ মঞ্জুর হক ও মাতা সালেহা বেগম। দুই ভাই বােনের মধ্যে তিনি বড়। বাবার চাকরির সুবাদে তাঁর খুলনা, গাইবান্ধা, সিরাজগঞ্জ, মেহেরপুর, বরিশাল, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলার সমাজ-সংস্কৃতির সাথে পরিচিতি লাভের সুযােগ ঘটে। খুলনা জেলার ১ নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষা জীবনের হাতেখড়ি। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্তর কৃতিত্বের সাথে শেষ করে রংপুর কারমাইকেল কলেজ থেকে রসায়ন শাস্ত্রে সফলতার সাথে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। বর্তমানে তিনি রংপুর মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি স্বনামধন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়ােজিত আছেন। ইতােমধ্যে তিনি সরকারি পৃষ্ঠপােষকতায় কুড়িগ্রাম পিটিআই থেকে প্রথম শ্রেণিতে সি.ইন-এড এবং টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর থেকে প্রথম শ্রেণিতে বিএডসহ এমএড ডিগ্রি অর্জন করেছেন। স্কুল জীবন থেকেই লেখালেখির প্রতি তার আগ্রহ। তাঁর লেখা বিভিন্ন আঞ্চলিক জাতীয় পত্রিকায় প্রকাশ হচ্ছে নিয়মিত। ছােটদের ছড়া, কবিতা, গল্প ছাড়াও বড়দের গল্প ও কবিতা লেখায় তার অনন্য প্রতিভার প্রকাশ পাওয়া যায়। অবসর সময়ে লেখালেখি ছাড়াও তিনি ছবি আঁকতে পছন্দ করেন। তিনি একজন ভ্রমণ পিপাসু মানুষ। সৃষ্টির মাঝেই তিনি খুঁজে ফেরেন সুখ।।