মফিজ ইমাম মিলন
মফিজ ইমাম মিলন ১০ মার্চ ১৯৫৬ ফরিদপুর শহরের কমলাপুরে জন্মগ্রহণ করেন। পিতা এম এম ইমাম, মাতা নুরজাহান ইমাম। ৬ ভাই ৩ বােনের মধ্যে তিনি তৃতীয়। পিতার কর্মসূত্রে শৈশব কেটেছে ঢাকায়। কৈশােরে ঝিনাইদহ কুষ্টিয়াতে। পরবর্তীতে ফরিদপুরেই বেড়ে ওঠা। স্ত্রী রাবেয়া ইমাম। কন্যা সাদিয়া মাহজাবীন ইমাম এটিএন বাংলায় সিনিয়র নিউজরুম এডিটর ও কথাসাহিত্যিক। পুত্র এহতেশাম ইমাম উপল সাংবাদিক ও অনুবাদক। প্রতিশ্রুতিবান সংস্কৃতি-সংগঠক হিসেবে তাঁর অবদান। স্বীকার্য। '৯০-এর দশকে ফরিদপুরে নজরুল সংগীত সম্মেলন আয়ােজনে আলােড়ন তুলেছিলেন। সারাদেশে জসীম পল্লীমেলা উদ্যোগী পাঁচজনের মধ্যে অন্যতম তিনি। লােককবি ও লােকসংস্কৃতিসেবীদের সংগঠিত করে বিভিন্ন পালা-পার্বণে উত্সব-অনুষ্ঠানের সফল সংগঠক। বর্তমানে কাজ করছেন বৃহত্তর ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য নিয়ে। '৭৬-এ মাসিক গণমন-এ স্থানীয় সংবাদ লেখা দিয়ে। শুরু সাংবাদিকতা জীবন। সাপ্তাহিক একাল, দৈনিক কিষাণ ও দৈনিক জনতার প্রতিনিধি ছিলেন। পরবর্তীতে দৈনিক জনতার সাহিত্য সম্পাদক হন। কর্মরত ছিলেন দৈনিক জনকণ্ঠের ফিচার বিভাগে। ঐতিহ্য পত্রিকার সহকারী-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন অনেকদিন। বিটিভির ফরিদপুর প্রতিনিধি ছিলেন। চাকরি করেছেন ইসলামিক ফাউন্ডেশনে। ফরিদপুর প্রেসক্লাবের সম্পাদক, শিল্পকলা একাডেমীর সম্পাদক ছিলেন একাধিকবার। ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। একনাগাড়ে দশ বছর। চিকিৎসা ও সমাজসেবায় তার সংশ্লিষ্টতা শুরু থেকেই। ডায়াবেটিক এসােসিয়েশন ফরিদপুর, ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক। হুমায়ূন আহমেদ স্মারকগ্রন্থ, ফরিদপুরে নজরুল ও জসীম পল্লীমেলা স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন।