Skip to Content
Filters

author.name

মম সাহা (বিষাদিনী)

মম সাহা (বিষাদিনী) কোনো এক আশ্বিনের ৫ তারিখে, শান্ত-নিরিবিলি ভোরে লেখক ‘মম সাহা’র পৃথিবী দর্শন হয়। দুরন্ত শৈশব কাটিয়ে পৃথিবীর রীতিনীতি দেখতে দেখতে কিশোরী বয়স পেরিয়ে বর্তমানে জীবনের সবচেয়ে সুন্দর সময় যৌবনবেলাতে অবস্থান তার। স্কুল-কলেজের দ্বার পেরিয়ে ভার্সিটির দ্বারে পৌঁছেছেন। মম সাহার লেখক পরিচিতিতে দ্বিতীয় প্রাপ্তির নাম "চিত্ত চিরে চৈত্রমাস" এবং প্রথম নাম “চন্দ্রকায়া”। লেখক জীবনের সূচনা অনলাইন মাধ্যমে, কাগজে এটিই তার দ্বিতীয় বই। লেখিকা আশা করেন, পাঠকের ভালোবাসার সহিত ধীরে ধীরে বইয়ের তালিকা আরও বড়ো হবে, সাথে বড়ো হবে তার লেখক পরিচিতি।

Books by the Author