মহিউদ্দিন মোহাম্মদ যুনাইদ
মহিউদ্দিন মােহাম্মাদ যুনাইদ (লিয়ন)। গ্রামের বাড়ি দিনাজপুর হলেও শৈশব, কৈশাের এবং বেড়ে উঠার পুরােটাই কেটেছে ঢাকার পূর্ব । রাজাবাজারে। বাবা ছিলেন বাংলাদেশ ষ্টীল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (বিএসইসি) এর ডেপুটি জেনারেল ম্যানেজার এবং মা গৃহিনী। তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছােট। তেজগাঁও সরকারী উচ্চ বালক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার পর যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ২০০২ সালে। এখন চাকুরী করছেন চট্টগ্রামের আনােয়ারায় কর্নফুলি নদীর পাড়ে অবস্থিত বৈদেশিক সার কারখানা 'কাফকো'তে। দুই ছেলে এবং স্ত্রী সহ সপরিবারে এখন বসবাস করছেন চট্টগ্রামে। বুয়েটে পড়াশুনার সময় বুয়েট ড্রামা সােসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। পেশায় প্রকৌশলী হলেও লেখালেখির সাথে তার সম্পর্ক বহুদিনের। বাংলাভাষায় সবচেয়ে বড় ব্লগ “সামহােয়্যারইন ব্লগ” এর সাথে লেখালিখির সম্পর্ক প্রায় সাতবছর ধরে। এছাড়াও অনলাইনে বেশ কিছু লেখালিখির গ্রুপের সাথে তিনি সম্পৃক্ত আছেন। সেখানে গল্প। লেখার পাশাপাশি কবিতা এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে অনেকগুলি লেখা প্রকাশিত হয়েছে। শবনম' এই লেখকের প্রথম প্রকাশিত বই।