Skip to Content
Filters

author.name

মানস ঘোষ

মানস ঘোষ কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বায়ােসায়েন্সে স্নাতক ডিগ্রী। রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাসে ইণ্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসােসিয়েশন থেকে স্নাতকোত্তর বিজ্ঞান সাংবাদিকতায় শিক্ষালাভ। ডাক্তারি শাস্ত্র নিয়ে পড়ার পর চক্ষুচিকিৎসা তথা অষ্টোমেট্রি সায়েন্স নিয়ে পড়াশােনা। কনট্যাক্ট লেন্স নিয়ে পড়াশােনা। পূর্বে পিয়ারলেস হসপিটাল ও বি. কে. রায় রিসার্চ সেন্টারে চক্ষু বিভাগে বেশ কয়েকবছর কর্মরত ছিলেন। ১৯৮৫ সাল থেকে বিভিন্ন পত্রিকায় ও দৈনিক প্রায় ২০০ বিজ্ঞানের প্রবন্ধ (চিকিৎসা সংক্রান্ত) প্রকাশিত হয়েছে। ইণ্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসােসিয়েশনের প্রাক্তন সদস্য। জাতীয় বিজ্ঞান দিবসে সায়েন্স অ্যাসােসিয়েশন অফ বেঙ্গল থেকে ২০০১ সালে বিজ্ঞানে জনপ্রিয় করণের জন্য বিষে পুরস্কার লাভ করেন। কলকাতার ঐতিহ্যবাহী সাবন্য রায়চোধুরীর পরিবার থেকে ২০১৩ সালে সাহিত্য বাসরে শারদসম্মানে ভূষিত। বেতার ও দূরদর্শনে অনুষ্ঠান করেছেন বিগত কয়েক বছর ধরে। এ বেশ কয়েক বছর সাপ্তাহিক বর্তমান’ -এ চিকিৎসা বিজ্ঞানের উপর লেখা প্রকাশিত হয়েছে বর্তমানে ‘কিশাের ভারতী’, তথ্যকেন্দ্র ও বিজ্ঞান মেলা-র পূজোর সংখ্যার নিয়মিত লেখক। পাশাপাশি সাহিত্যচর্চা, আবৃতি, শ্রুতি নাটক বিভিন্ন মঞ্চে উপস্থাপনা করেছেন।