মারিয়া কবির
মারিয়া কবির গল্পকার মারিয়া কবির বর্তমানে ফরিদপুরের অধিবাসী। অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ “যেখানে সীমান্ত তােমার আমার” নামক প্রথম রােম্যান্টিক উপন্যাসের মাধ্যমে তার সাহিত্য জগতে পদার্পণ হয়।“হলুদ খাম” তার প্রকাশিত দ্বিতীয় উপন্যাস বইবাজার প্রকাশনীর ব্যানারে। বরাবরই বই পড়ুয়াদের একজন তিনি। লেখক শিক্ষা জীবনে ফরিদপুরের খ্যাতিমান রাজেন্দ্র কলেজে রসায়ন বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। লেখক নিজেকে এই বিস্তৃত সাহিত্য সমুদ্রে ছােট বালুকণা ভাবেন। তার মতে সাহিত্য জগতের গভীরতা মাপা আদৌ কোনাে সাহিত্যিকের পক্ষে সম্ভব নয়। কারণ প্রকৃতির আনাচে-কানাচে সাহিত্যের রসদ ছড়িয়ে রয়েছে। আশা রাখছি লেখকের লেখনী সবার মাঝে নতুনভাবে বই এর প্রতি আগ্রহ তৈরিতে সাহায্য করবে এবং বাংলা সাহিত্যে তিনি প্রতিবার আরও উন্নতভাবে তার অবদান রেখে যাবেন।