Skip to Content
Filters

author.name

মাসউদুল হক

মাসউদুল হক জন্ম ১৯৭৪ সালে ।। সাহিত্যের বিভিন্ন শাখায় পদচারণা করলেও তার। আগ্রহের জায়গা মুলত: কথাসাহিত্য। তবে কথাসাহিত্যের নির্দিষ্ট কোন গণ্ডিতে নিজেকে আটকে রাখতে চাননা। ফলে তাঁর প্রতিটি গল্প বা উপন্যাসের বিষয়বস্তু হয় ভিন্ন। কথাসাহিত্যের প্রতিটি শাখায় কাজ করার স্বপ্ন নিয়ে তিনি লেখালিখি করেন। প্রতিনিয়ত নিজেকে নতুন নতুন সাহিত্যিক চ্যালেঞ্জের। সামনে দাঁড় করানাে এবং সেই চ্যালেঞ্জ থেকে উত্তরণের চেষ্টাই মাসউদুল হকের সাহিত্য রচনার মূল প্রেরণা। পড়াশােনা করেছেন কুমিল্লা ক্যাডেট কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিভিল সার্ভিস কলেজ-এ। একাডেমিক পড়াশােনার বিষয় সমাজকর্ম এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক। তবে আগ্রহের বিষয় দর্শন, ইতিহাস এবং রাজনীতি। প্রথম উপন্যাস দীর্ঘশ্বাসেরা হাওরের জলে ভাসের জন্য পেয়েছেন এইচএসবিসি-কালি ও কলম তরুণ। কথাসাহিত্যিক পুরস্কার ২০১২। তাঁর গল্প অবলম্বণে নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবি ঘ্রাণ দেশের বাইরে একাধিক। চলচ্চিত্র উৎসবের পাশাপাশি ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্য ছবির মর্যাদা পেয়েছে। মাসউদুল হকের গল্প, উপন্যাস এবং নভেলা মিলিয়ে। গ্রন্থ সংখ্যা মােট নয়টি। পেশায় সরকারি চাকুরে।