মাসরুর -উর -রহমান আবীর
মাসরুর-উর-রহমান আবীর জন্ম বরিশালে। বরিশাল জিলা স্কুল থেকে এসএসসি আর ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। ২০০৫ সালে এমবিবিএস পাশের পর ২০১৭ সালে এফসিপিএস পাশ করেন প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি বিষয়ে। বর্তমানে প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। পাঠক হিসেবে সর্বগ্রাসী, সেই ছােটোবেলা থেকেই। স্কুল ম্যাগাজিন, পত্রিকা আর বিভিন্ন স্মরণিকায় লেখা ছাপা হয়েছে। কলেজ ম্যাগাজিন আর বিভিন্ন সংগঠনের স্মরণিকার সম্পাদনার সাথে জড়িত ছিলেন আষ্টেপৃষ্ঠে। বই পড়তে যেমন ভালােবাসেন, তেমনই ভালােবাসেন ভ্রমণ। দেশে কিংবা বিদেশে। ভ্রমণ করতে ভালােবাসেন, ভ্রমণকাহিনি পড়তে ভালােবাসেন, লিখতে ভালােবাসেন ভ্রমণ-দিনলিপি। তার প্রথম প্রকাশিত এ গ্রন্থ তাই ভ্রমণ নিয়েই।