Skip to Content
Filters

author.name

মাহফুজ আলম

মাহফুজ আলম “জিরাে টু ওয়ান” মাহফুজ আলমের উল্লেখযােগ্য একটি বই। তিনি ১লা জানুয়ারী রাঙ্গামাটি জেলায় জন্মগ্রহণ করেন। বাবা মুক্তিযােদ্ধা সােহরাব আলম একজন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী হিসেবে সমাধিক পরিচিত। মাহফুজ আলম পড়ালেখা করেছেন ইংরেজী সাহিত্যে। সংগীত, আবৃত্তি ও নান্দনিক শিল্পচর্চায় বিশেষ নিষ্ঠাবান তিনি। লেখালেখির জীবনে হাতেখড়ি বিভিন্ন সাহিত্য পত্রিকা ও জাতীয় দৈনিক পত্রিকায় ছড়া, গল্প, আর কবিতা লেখার মাধ্যমে। নিয়মিত লেখালেখি করে যাচ্ছেন। অনুবাদ কর্মে বিশেষ আগ্রহী। চেতন ভগত, নেপােলিয়ান হিল , ড্যান ব্রাউনের মত বেস্টসেলার লেখকদের বেশ কয়েকটি বই অনুবাদ করেছেন। বাংলাভাষায় তার অনুবাদগুলাে সহজ ও সাবলীল। সৃষ্টিশীল বইগুলােতে তার সহজাত স্বাচ্ছন্দ্য অনুভবের সুচারু শিল্পচৈতন্য এবং সৃষ্টিশীল স্বকীয় প্রতিভার প্রকাশ ঘটেছে। সাহিত্য জগতে তার পদচারণা প্রশংসনীয়, অনন্য ও ব্যতিক্রম প্রতিভার আলােকে দ্বীপ্তমান। শিল্প চর্চা ও সাহিত্যক্ষেত্রে ইতােমধ্যে বেশ প্রসংশা কুড়িয়েছেন।