Skip to Content
Filters

author.name

মাহফুজ আল-হোসেন

মাহফুজ আল-হােসেন কবি, নন্দনতাত্ত্বিক, প্রাবন্ধিক ও অনুবাদক। অধুনবাদী চিন্তার লিটল ম্যাগাজিন ‘শালুক’-এর সহযােগী সম্পাদক এবং কলকাতা থেকে প্রকাশিত দ্বিভাষিক লিটারারি জার্নাল ‘লিটইনফিনিট’-এর বাের্ড অব এডিটোরিয়াল সদস্য। জন্ম ১৯৬৮ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া। জেলার নওদাখাড়ারা গ্রামে মাতুলালয়ে। শৈশবের কিছুকাল কেটেছে চুয়াডাঙ্গা জেলার গড়চাপড়া গ্রামে। বেড়ে-ওঠা এবং বসবাস ঢাকা শহরে। আইনজীবী পিতা ও সমাজসেবী মাতার পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে প্রকাশিত মাইকেল গুইন সম্পাদিত অ্যান্থােলজি ‘জাস্ট লেট আস ব্রিদ’-এ তাঁর কবিতা ঠাই পেয়েছে। তাঁর বেশ কিছু কবিতা অনূদিত হয়েছে ইংরেজি ও সুইডিশ ভাষায় । তিনি ২০১৯ সালে। কবিতায় পেয়েছেন ‘বেহুলাবাংলা বেস্ট সেলার সম্মাননা'। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ও আইনশাস্ত্রে স্নাতক। কর্মজীবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিয়ােজিত আছেন।