Skip to Content
Filters

author.name

মাহবুব উল আলম চৌধুরী

মাহবুব উল আলম চৌধুরী জন্ম : ২৫শে অক্টোবর ১৯৬৮, ভােলা জেলার বােরহানউদ্দিনে, আব্দুল জব্বার মিঞাবাড়ি। পিতা ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সাংসদ এবং সংবিধান প্রণেতা রেজা-এ-করিম চৌধুরী (চুন্ন মিঞা)। পিতামহ মজিবুল হক চৌধুরী, ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট থেকে নির্বাচিত এমএলএ। শিক্ষা : বরিশাল ও ঢাকায়। কর্ম : প্রায় তিন দশক ধরে বিমা পেশায় নিয়ােজিত। শখ : কবিতা লেখা। এযাবৎ প্রকাশিত উপন্যাস : বস্তির নাম ৭৪২, একজন স্বপ্নযাত্রী, ভালােবাসা কে জেনেছে তারে এবং গল্পগুচ্ছ অহনা। তাঁর লেখায় পাওয়া যায় মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা এবং বৈষম্যহীন সমাজব্যবস্থা।