Skip to Content
Filters

author.name

মাহবুব মাহগীর সুহৃদ

মাহবুব মাহগীর সুহৃদ মাহবুব মাহগীর সুহৃদ স্ফুলিঙ্গের লেখক, সশস্ত্র সংগ্রামের যােদ্ধা মাহবুব মাহগীর সুহৃদের জন্ম পূর্ব বাঙলার কবি জীবনানন্দ দাসের প্রিয় শহর বরিশালের হাসপাতাল রােডের সাংস্কৃতিক আন্দোলনের পরিমণ্ডল, নাজির মহল্লার ‘এমদাদ মনজিল’ বাড়িতে ১৯৬২ সালে। বরিশাল জিলা স্কুল থেকে ১৯৭৭ সালের অধ্যায়ন শেষে ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন। ‘কৌসুমী’ লিটল ম্যাগাজিনে সহকারী সম্পাদক হিসেবে প্রয়াত অধ্যাপক আতাউর রহমান স্যারের সাথে সখ্যতা ও সহচার্যে জীবন দর্শনের পথ দেখছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন শেষে কর্মক্ষেত্রে প্রবেশ করেন। ১৯৯৪ সালে হল্যান্ড সরকারের বৃত্তি নিয়ে, ইনফরমেশন কমিউনিকেশনে পােস্ট গ্রাজুয়েশন করেন। wCPA এর আমন্ত্রণে কলােরাডাে বিশ্ববিদ্যালয়ে সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি বিশ্বব্যাংক ইন্সটিটিউট ও ম্যাসস্টিট স্কুল অব ম্যানেজমেন্টের একজন ফেলাে। দেশ ভ্রমণ ও লেখাপড়ায় তার আগ্রহ বাল্যকাল থেকেই। ব্যক্তিগত জীবনে সহধর্মিণীসহ দুই পুত্রের। জনক ও পরিবারের সবার আদরের ছােটভাই। অসংখ্য বন্ধু-বান্ধবে সমধিক পরিচিত। যে কোন দুর্যোগে মানুষের কাছাকাছি থাকা তার ধর্ম। সমাজতান্ত্রিক বিপ্লব এবং মানুষের অধিকার সংগ্রামে রাজপথের যােদ্ধা, একজন লেখক ও বক্তা।