Skip to Content
Filters

author.name

মাহবুব মোর্শেদ

মাহবুব মোর্শেদ সম্পর্ক ও যাপনে ফেসবুক-টেকনােলজির গভীর অভিঘাত নিয়ে রচিত উপন্যাস- ‘ফেস বাই ফেস’ চমকে দিয়েছিল পাঠককে। তৃতীয় উপন্যাস ‘তােমারে চিনি না আমি একটি প্রজন্মের তরুণদের দাঁড় করিয়ে দিয়েছে ব্যক্তিগত ও গােপন সামনে। ব্যক্তিগত বসন্তদিন’ ও ‘দেহ’ গ্রহের গল্পগুলােতে পাঠক খুঁজে পেয়েছেন অতিপরিচিত পরিপার্শ্বের নবআবিষ্কৃত হন। পরিচিত ঘটনাবলী মাহবুব মাের্শেদের গল্পে আসে নতুন আবির, চমক আর বুননে সজ্জিত হয়ে। স্বতঃস্ফূর্ত ভাষা বুনে যে রহস্যময় সংযােগ। তার স্টোরিটেলিং সব সময়ই আকর্ষক, বাগত জানানাের জন্য প্রস্তুত। গদ্য সরল, কিন্তু দ্ব্যর্থকতায় হরপুর-ইশারা আর পরিহাসে ঠাসা। তার কবিতা লিপ্সা, আকাক্ষ, তাড়না ও প্রেমের আরেক উন্মীলন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশােনা করেছেন প্রত্নতত্ত্ব নিয়ে। পেশা সাংবাদিকতা। শৈশব-কৈশাের কেটেছে উত্তরের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা ও দক্ষিণ-পশ্চিমের কুষ্টিয়ায়। এক সময় বিচিত্র বিষয়ে লিখতেন ব্লগে। এখন ফেসবুকে লেখেন নানা বিষয়ে ছােট ছােট কথা।