মাহবুবুর রহমান শাহীন
মাহবুবুর রহমান শাহীন ১৯৫৮ সালের ঢাকার মুগদাপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা খলিলুর রহমান এবং মাতা মনোয়ারা বেগম। তাঁর পিতা ছিলেন দৈনিক বাংলার স্বনামধন্য সাংবাদিক। মাহবুবুর রহমান শাহীন স্কুল এবং কলেজ জীবন শেষে ১৯৭৮ সালে বাংলাবাজারে প্রচ্ছদ শিল্পী হিসেবে তাঁর কর্মময় জীবন শুরু করেন। ১৯৮৮ সালে তিনি স্কুল শিক্ষার্থীদের জন্য সহপাঠমূলক বই লেখা শুরু করেন। এ পর্যন্ত তিনি স্কুল শিক্ষার্থীদের জন্য পাঁচ শতাধিক সহপাঠমূলক বই লিখেছেন। তাঁর লেখা উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে নলেজ এনসাইক্লোপিডিয়া, আবিষ্কার যুগে যুগে, বিলিভ ইট অর নট দিজ আর ফ্যাক্টস, বিজ্ঞান বিচিত্রা (তিন খন্ড), Light of Knowledge, ডাইনোসরের বিচিত্র জগৎ (ভূমিকা, শামসুজ্জামান খান, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক), মানবদেহের ঘটনাবলি, সৌরজগৎ ও আমাদের পৃথিবী, ছোটদের এনসাইক্লোপিডিয়া (উদ্ভিদবিজ্ঞান) ও ছোটদের এনসাইক্লোপিডিয়া (প্রাণিবিজ্ঞান)।