Skip to Content
Filters

author.name

মাহমুদুল হক জালীস

মাহমুদুল হক জালীস জন্মসূত্রে গ্রামের বাড়ি পিরোজপুর জেলার অন্তর্গত স্বরূপকাঠি থানার গুয়ারেখা বড়বাড়িতে। তবে জীবনের তাগিদে সপরিবারে এখন স্থায়ী নিবাস ঢাকা’র কামরাঙ্গীর চরে। পড়াশোনা প্রাতিষ্ঠানিকভাবে স্বতঃস্ফূর্ত আল্লাহ তায়ালার পবিত্র কালাম বক্ষে ধারণ, এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস অধ্যয়ন শেষে এখন নিয়োজিত আছেন মহান পেশা শিক্ষকতায়। পাশাপাশি নিয়মিত ধর্মীয় কলাম লিখছেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। সাথেসাথে অন্যান্য পত্রিকায়ও লেখালেখি করছেন বিরামহীনভাবে। যার ফলশ্রুতিতে ইতোমধ্যে কবিতা থেকে শুরু করে সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় নিজের অবস্থান জানান দিয়েছেন সদর্পের সাথে। তাই একের পর এক প্রকাশ হচ্ছে - বিষয়ভিত্তিক বিভিন্ন গবেষণা ধর্মীয় বই। এছাড়াও রেডিও, টেলিভিশন, ইউটিউব, ফেসবুক তথা কখনো অডিও, কখনো ভিডিও, কখনোবা মঞ্চে সময়োপযোগী আলোচনার মাধ্যমে তুলে ধরছেন সমস্যা; পাশাপাশি বাতলে দিচ্ছেন তাঁর পুঙ্খানুপুঙ্খ সঠিক পদ্ধতি।

Books by the Author