Skip to Content
Filters

author.name

মাহরীন ফেরদৌস

মাহরীন ফেরদৌস সাহিত্য চর্চার সাথে জড়িত আছেন ২০১০ সাল থেকে। বেশ কিছু বছর ‘একুয়া রেজিয়া’ নামের আড়ালে থেকেই প্রকাশ করেছেন নিজের গল্প, উপন্যাস। পেয়েছেন পাঠক-প্রিয়তা। ব্যবসায় শিক্ষা এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ালেখা করলেও বারবারই ফিরে এসেছেন সাহিত্যের কাছে। লিখেছেন গল্প, উপন্যাস, ফিচার ও ভ্রমণ। বর্তমানে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাসে।