মিঞা লুৎফর রহমান
মিঞা লুৎফর রহমান “বাংলার স্বাধীনতা ও বঙ্গবন্ধু এক মূল্যবান দলিল গ্রন্থ। ইদানিংকালে বাংলার স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর মহৎ অবদানকে অস্বীকার করে। বাংলার স্বাধীনতা বিরােধীচক্র ভিন্ন হাতে ইতিহাস বিকৃতির নীচতা ক্রমাগত প্রকাশ করে চলেছে। ইতিহাস বিকৃতি রােধে এবং সত্য উদঘাটনের সহায় হিসেবে মােট কুড়িটি নিবন্ধ এবং রির্পোট সমৃদ্ধ এ গন্থ সম্পাদিত হয়েছে। নিবন্ধ সমূহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ রচনা করেছেন। তাদের কাছে যে উপাদান, তথ্য ও উপাত্ত পাওয়া গেছে, তাতেই ইতিহাসকে সত্যপথে পরিচালনা করার কাজটি সিদ্ধ হতে পারবে। এমন একটি সত্যনিষ্ঠ বইএর খুব প্রয়ােজন আছে। নব প্রজন্মকে বিভ্রান্তির মধ্যে ফেলে যারা ভিন্নভাবে মুনাফা লুটে নিতে চায়, তাদের জন্যও এ গ্রন্থটি সত্য সন্ধানী একটি আকর গ্রন্থ হিসেবে কাজ করবে।