মিনতি কুমার রায়
মিনতি কুমার রায় জন্ম : বগুড়া জেলার করমজা গ্রামে ১৯৪৪ সালের ২৯ সেপ্টেম্বর। পিতা : মৃত যুধিষ্টির রায়; মাতা : মৃত কাত্যায়িনী রায়। ১৯৬১ সালে সুখানপুকুর হাইস্কুল থেকে প্রবেশিকা উত্তীর্ণ হয়ে বগুড়া আজিজুল হক কলেজ থেকে ১৯৬৩ সালে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে। বিএ (অনার্স) এবং ১৯৬৭ সালে এম এ ডিগ্রি লাভ করেন। ১৯৬৮ সালে বগুড়া জেলার শেরপুর কলেজে বাংলার প্রভাষক হিসেবে তার কর্মজীবনের শুরু। তারপর তিনি সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শান্তাহার কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে অধ্যাপনা শেষে ২০০০ সালে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে ২০০৬ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। একজন দক্ষ অধ্যাপক হিসেবে তার খ্যাতি সর্বজন বিদিত। সাহিত্যের সত্যানুসন্ধান ও জীবনসত্য। আবিষ্কারে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তার তীক্ষ্ণ ধীশক্তির পরিচায়ক। সাহিত্য ও সংস্কৃতি জগতে তার। প্রগতিশীল চিন্তাভাবনা সুধীসমাজে বিশেষভাবে সমাদৃত। তাঁর রচিত গ্রন্থসমূহ : মৌলিক ভাষা ও সাহিত্য, জীবনানন্দ দাশের কবিতা ও পর্যালােচনা ও শিল্পরূপ, স্বামী বিবেকানন্দ ; জীবনাদর্শ ও সাহিত্য চেতনা, রবীন্দ্রনাথ ; রূপে ও রসে, কবি কণ্ঠে গল্পকথা এবং (কাব্য)।