মিনহাজ উদ্দিন
মিনহাজ উদ্দিন পরিচয় দেওয়ার মতন নামিদামি কোনাে নেমপ্লেট জামাতে আটকাতে পারিনি। জন্ম চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায়। হিসাববিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করলেও ঝোঁক ছিল বাংলা লেখালিখি নিয়ে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব দেখে পেটের খােরাক মেটাই। মনের খােরাক মেটাতে সদা লিখে যাই। আর সেই সুবাদেই ‘মুসাফির’ ৩য় বই। এর আগে ২০১৮ সালে কাব্যগ্রন্থ ‘উত্তরণ, ২০২০ সালে গল্পগ্রন্থ জীবন যুদ্ধ প্রকাশিত হয়েছিল। লেখক হিসেবে আমার বাকি পরিচয় হােক বইয়ের কালাে কালাে অক্ষরে। এর চেয়ে বড়াে পরিচয় লেখক হিসেবে আমার নেই।