Skip to Content
Filters

author.name

মির্জা সাখাওয়াত হোসেন

মির্জা সাখাওয়াত হোসেন শিল্প-সাহিত্যের অঙ্গনে একজন। নিবেদিত মানুষ। তিনি বহুমাত্রিক কাজ করেছেন। বিশেষ করে মুক্তিযুদ্ধ ও মানবিক বিষয় নিয়ে কাজ করেছেন। উল্লেখযােগ্যভাবে। ইতােমধ্যে তিনি সুবিধাবঞ্চিত হরিজন সম্প্রদায়ের জীবনযাত্রা ও মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণের কাহিনীকে কেন্দ্র করে সরকারি অনুদানে নির্মাণ করেছেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হরিজন’ । হরিজন এ সময়ের আলােচিত। একটি নন্দিত চলচ্চিত্র। মির্জা সাখাওয়াৎ হােসেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নাট্যকার। তিনি মঞ্চ বেতার ও টেলিভিশনে মুক্তিযুদ্ধ সহ নানামাত্রিক নাটক রচনা ও নির্মাণ করেছেন। বিভিন্ন সময়ে বিটিভিতে গবেষণা ও গ্রন্থনা করেছেন বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান। পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ সম্পর্কে প্রামাণ্য অনুষ্ঠান গবেষণা ও গ্রন্থনা করেছেন। গবেষণাধর্মী রচনার পাশাপাশি তিনি মৌলিক সাহিত্য। রাতেও দক্ষতার স্বাক্ষর রাখেন। কাব্যচর্চার মধ্যদিয়ে তার সাহিত্যিক জীবনের যাত্রা হয়েছে। ছােটগল্প এবং উপন্যাসও। লিখেছেন বই আলােচনা করেছেন সাময়িকপত্রে। তিনি কবি হিসেবে ‘সন্ত শাওন' নামে সমধিক পরিচিত। নিম্নে তুলে ধরা হলে তার উল্লেখযােগ্য সৃষ্টিকর্ম : প্রকাশিত গ্রন্থ : ১). ইতিহাসের ধারায় শহীদ এম মনসুর আলী ও রক্তাক্ত নভেম্বর ২৫ (গবেষণালব্ধ জীবনীগ্রন্থ)। ২). শতাব্দীর স্বাক্ষর। (মুক্তিযুদ্ধের কাব্য সংকলন)। ৩). যুদ্ধবিরােধী কবিতা (কাব্য সংকলন)। ৪). আগুন প্রহরের পঙক্তি (কাব্যগ্রন্থ)। ৫). পিতা প্রমিথিউস (কাব্যগ্রন্থ) ৬), জোছনার পালক (উপন্যাস)। এ ভুলে ভুলে না (উপন্যাস) ইত্যাদি। টিভি নাটক : ১), একটি যুদ্ধশিশুর গল্প। ২). পরাবৃত্ত। ৩), একজন মফিজউদ্দিন ৪ তবও সুপ্রভাত। ৫) হাউস নাম্বার থার্টিন। ৬), নান্টু মামার মহাকাব্য। ৭). ঘরে ফেরা। ৮), অন্তরালে।। ১). অন্যরকম বৃষ্টি (ধারাবাহিক)। ১০). মেঘ (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) ইত্যাদি। বেতার নাটক : ১). জীবনছন্দ। ২), নীল মেঘের দেশে। ৩). অনঙ্গ অঙ্গরা তুমি। ৪). কবি। (কাব্যনাট্য)। ৫). হৃদয় নামের নদী থেকে ৬). অবসান ৭), সংলাপ ৮), আবেদন ৯) মনীয়া ১০), আজিমদ্দিনের পালা। ১১). বীরাঙ্গনা । ইত্যাদি। মঞ্চ নাটক : ১). রক্তেমাখা স্বদেশ (মুক্তিযুদ্ধ)। ২). ঝাঁঝালাে সূর্যের নিচে (সামাজিক)। ৩), কেরামত আলীরা কেমন আছে (সামাজিক)। ৪). মানচিত্র (ব্যঙ্গ)। ৫). পেটুক (ব্যঙ্গ)। ৬). যুদ্ধমুক্ত বিশ্ব চাই (শিশুতােষ)। ইত্যাদি। মির্জা সাখাওয়াৎ হােসেন দেশের শীর্ষ স্থানীয় সাময়িকপত্রে প্রচুর লেখালিখি করেছেন। লিখেছেন একাধিক আন্তর্জাতিক সংকলনেও। বর্তমানে তিনি মনােযােগী হয়েছেন চলচ্চিত্র নির্মাণে।