Skip to Content
Filters

author.name

মু. আবুল কসেম ভূঁইয়া

মু. আবুল কাসেম ভূঁইয়া ১৯৪৬ সালের ৩১শে ডিসেম্বর কুমিল্লার নাগাইশে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। অধ্যাপনায় সম্মাননা অর্জনও করেছেন। তারপর লেখালেখিতে মনােনিবেশ। প্রকাশিত গ্রন্থসংখ্যা সাত। তাঁর লেখায় রাষ্ট্রীয় চিন্তা, জীবনবােধ ও দর্শনের নানাদিক উঠে আসে সহজেই। লেখার বিষয়বস্তু নির্বাচনে তিনি বিচক্ষণতার পরিচয় দেন।