মুক্তা পীযূষ
লেখক মুক্তা পীযূষ একজন নিবেদিতপ্রাণ সংস্কৃতিকর্মী, নারীনেত্রী ও সংগঠক। লেখার অভ্যাস তার কলেজ জীবন হতে। চলমান ও সমকালীন বিষয়ে তার লেখা সহজাত। তার লেখায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তলােয়ারের চেয়েও ধারালাে হয়ে ফোটে। তিনি ‘পদক্ষেপ বাংলাদেশ, চাঁদপুর জেলা’ ও ‘বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর জেলা শাখার সভাপতি। তিনি ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ৩২৮ এর সাবেক সভাপতি। মুক্তা পীযূষ একজন উন্নয়ন কর্মী এবং এনজিও নেত্রী। এইডস্ প্রতিরােধ বিষয়ে তিনি রিসাের্স পার্সনের ভূমিকা পালন করেন। ত্রিশে জুলাই জন্মগ্রহণকারী মুক্তা পীযূষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা হতে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি লাভ করেন। ব্যক্তি জীবনে প্রত্ন। ও প্রখর দুই পুত্রের জননী। মুক্তা পীযূষ এর ‘জনতার দীপু মনি গ্রন্থটি প্রথম প্রকাশিত বই।