Skip to Content
Filters

author.name

মুনতাসির মাহদী

মুনতাসির মাহদী পড়তে পড়তেই লেখালিখিতে আগ্রহ জন্মায় তার। লেখালিখিটা তিনি শখের বসে করে থাকেন! যদিও বেশ কিছু স্বনামধন্য ওয়েবসাইটের কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি একইসাথে ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটার এবং বিজনেস কন্সালটেন্ট হিসেবেও কাজ করে যাচ্ছেন! পছন্দ করেন মানুষের সাথে কথা বলতে ও আরাে বেশি শিখতে। তার সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে, দেশের ভেতর এমন একটা নেটওয়ার্ক তৈরি করা যেখানে স্কুলের শিক্ষার থেকে সম্পূর্ণ আলাদা একটি কারিকুলাম থাকবে। ইতােমধ্যেই তিনি সেই নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু করে দিয়েছেন! তার ইচ্ছে, ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে বাংলাদেশকে আরাে উপরে তুলে ধরা।