Skip to Content
Filters

author.name

মুনযির

মুনযিরের জন্ম ১৯৯৩ সালের ১৩ ডিসেম্বরে, ঢাকায়। তিনি ঢাকা। বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে একটি বেসরকারি সংস্থায়। কর্মরত। মূলত ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে থাকেন এবং লেখেন। কবিতা ও সাহিত্যসমালােচনামূলক প্রবন্ধ। এসবের পাশাপাশি ‘আত্মহত্যার তেরােটি চমৎকার উপায়’ নামের তার প্রথম উপন্যাস নিয়ে এখন কাজ করছেন। তার অনূদিত প্রথম গ্রন্থ রােয়াল ডালের ‘মাতিলদা' প্রকাশিত হয়েছিলাে ২০১২ সালে।