মুশতাক আহমদ
মুশতাক আহমদ জনপ্রিয় ব্যাংকার ব্যক্তিত্ব। কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৫ জানুয়ারি ১৯৫৫ খ্রি. জন্মগ্রহণ করেন। পিতা মোঃ ফজলুল করিম ভূঁইয়া, মাতা মোসাঃ মোহছেনা খাতুন। স্কুল কলেজের লেখাপড়া কুমিল্লা শহরে। অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় (মহসিন হল সংশ্লিষ্ট) থেকে। ১৯৭৯ খ্রি. সিনিয়র অফিসার অন প্রবেশন হিসেবে সোনালী বাংকে কর্মজীবন শুরু। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদ পর্যন্ত সোনালী বাংকে চাকরি। ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি পেয়ে কর্মসংস্থান ব্যাংকে যোগদান এবং সেখানে থেকে ২০১৪ খ্রি. এর ১৪ জানুয়ারি অবসর গ্রহণ করেন। সম্প্রতি পরলোকগত সহধর্মিণী নাসিমা পারভীন (ফাইমা) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সুপ্রসিদ্ধ উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক ছিলেন। ইঞ্জিনিয়ার পুত্র ও ডাক্তার কন্যাকে নিয়ে যাপিত জীবন বেশ উপভোগ্য। নান্দনিক চেতনার মুশতাক আহমদ রসবোধ সম্পন্ন মানুষ। জীবনের নানান অধ্যায়ে লব্ধ অভিজ্ঞতা থেকে রচনা করেছেন- 'বেদনার রঙ নীল আর দিগন্তে বে নী আসহকলা'। ইতিপূর্বে তার লেখা বই 'এ যুগের ড্রিমল্যান্ড আমেরিকায় এবং 'সবার আমি ছাত্র' পাঠক মহলে বেশ সমাদৃত হয়েছে। মেধাবী, বিদ্যানুরাগী ও গভীর মানবিক গুণ সম্পন্ন মুশতাক আহমদ এর বর্তমান অবসর জীবন সাহিত্য সাধনায় ই ব্রত। অচিরেই প্রকাশিত হতে যাচ্ছে তাঁর নিয়ে উদ্ধৃত বইসমূহ- (১) স্বাধীকার স্বাধীনতা, বঙ্গবন্ধু বাংলাদেশ ও আমাদের নাগরিক সচেতনতা। (২) তনুমন কথকতা (উপন্যাস) (৩) ভালোলাগা কৌতুকগুলো (৪) প্রচলিত ভুল সংশোধন (ইসলাম ধর্মাবলম্বীদের জন্য)