মুস্তফা মনওয়ার সুজন
মুস্তফা মনওয়ার সুজন পেশায় সাংবাদিক। দৈনিক বাংলাদেশ জার্নালের যুগ্ম বার্তা সম্পাদক নােয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে তার বাড়ি। জন্ম ১৯৭৬ সালের ৫ মার্চ। নােয়াখালীর আঞ্চলিক গানের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী অধ্যাপক মােহাম্মদ হাশেম। ও রওশন আরা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিনি পরিসংখ্যানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে দৈনিক যুগান্তরে সহ-সম্পাদক পদে যােগদানের মধ্য দিয়ে তার পেশাজীবন শুরু। এরপর দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ভােরের ডাক, অলােকিত বাংলাদেশ এবং বার্তাসংস্থা বিডিলাইভ। টুয়েন্টিফোর ডটকম ও বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম-এ বিভিন্ন পদে কাজ করেছেন। ২০১৫ সালের ডিসেম্বরে তিনি বেসরকারি টেলিভিশন। চ্যানেল এসএ টিভিতে যােগ দিয়ে বার্তা বিভাগে দুই বছর চাকরি করেন। তিনি চলচ্চিত্র বিষয়ক ছােটকাগজ ‘প্রক্ষেপণ’ ও কবিতার ছােট কাগজ ‘আড্ডা’র প্রতিষ্ঠাতা সম্পাদক। বিশ্ববিদ্যালয়ে। ছাত্রকালে তিনি চোখ ফিল্ম সােসাইটির সভাপতি, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক। হিসেবে দায়িদ্ব পালন করেন। একাত্তরের ডিসেম্বর মুস্তফা মনওয়ার সুজনের প্রথম বই।