মুহম্মদ আবু তাহের
মুহম্মদ আবু তাহের ১৯৩৩ সালে ময়মনসিংহ জেলার ফুলপুরে জন্ম । অধ্যাপক মুহম্মদ আবু তাহের পেশায় শিক্ষক হলেও নেশায় একজন লেখক। উদ্ভিন্ন মানসিকতার লালনে তিনি জীবন উৎসর্গ করেছেন। অবসর জীবনে তিনি নিরলস সাহিত্যসাধনা করে চলেছেন। তার কাজগুলাের মধ্যে উল্লেখযােগ্য ‘ইসলামের তিনটি দলিল’-এর ইংরেজি অনুবাদ, ‘আউটসাইডার’ এবং র্মপাশার ছােট গল্প’-এর বঙ্গানুবাদ, আল-মাহমুদের ছােটগল্পের ইংরেজি অনুবাদ, ‘একান্ত প্রদীপের আলােয়' শীর্ষক আত্মজীবনী শিক্ষাজীবনে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিচয় ঘটে। তাঁর সাহচর্য ও বর্ণিল সংগ্রামী জীবনের স্মৃতি লেখককে অনুপ্রাণিত করে বঙ্গবন্ধুর ওপর বিভিন্ন কবির রচিত কবিতার ইংরেজি অনুবাদ কর্মে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি।