Skip to Content
Filters

author.name

মুহাম্মদ আমির হোসেন

মুহাম্মদ আমির হােসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ভাঙ্গাইন্না (টাকই) গ্রামে ৭ই মার্চ ১৯৭৩ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব-কৈশাের কেটেছে শিল্পনগরী খুলনা খালিশপুরের প্লাটিনাম কলােনিতে, বর্তমানে ঢাকায়। বসবাসরত। পিতা মােঃ আব্দুল খালেক, মাতা মরহুমা জাহানারা খালেক, বড়বােন লুফুন্নাহার ও নাজমা বেগম, বড় ভাই ইঞ্জিনিয়ার জমির হােসেন ও ছােট ভাই ইঞ্জিনিয়ার আলী হােসেন। তিনি মেজো। তিনি ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সফল সংগঠক কবি মুহাম্মদ আমির হােসেন মুক্তাঙ্গন সাহিত্য পরিষদ (১৯৮৮) ও চেতনা সাহিত্য সংসদ (১৯৯০) এর প্রতিষ্ঠাতা সম্পাদক। তিনি ফৌজিয়া খসরু দাখিল মাদ্রাসার দাতা সদস্য ও বড়ভাঙ্গাইন্না জামে মসজিদের বর্তমান সহ-সভাপতি। ব্যক্তিগতভাবে মাহি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, মার্সকেম, মার্স টেক্সট্রিম, অন্যভুবন প্রকাশন এর স্বত্বাধীকারী এবং সম্পাদক অন্যভুবন ম্যাগাজিন। এছাড়াও পিসডা (এনজিও) ও মার্সস্ট্রিসে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। মুহাম্মদ আমির হােসেনের সহধর্মিনী রুবিয়া বেগম রুবি একজন সু-গৃহিনী, পুত্র রাজ মুহাম্মদ মাহিয়ান আমির যুবরাজ, রুদ্র মুহাম্মদ নাহিয়ান আমির সানী, সুযােগ্য কন্যা উম্মে সায়মা আমির স্বস্তিকাকে নিয়ে তাদের পারিবারিক জীবন। শহরে বেড়ে ওঠার কারণেই সমুন্নত মানবিকবােধ, নাগরিক বাস্তবতা, প্রেম, আধ্যাত্মিকতা ও জাগরণের কবি মুহাম্মদ আমির হােসেনের লেখনীতে ফুটে উঠেছে। তিনি গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ এর আজীবন সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। তিনি অন্যভুবন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান সমন্বয়ক।

Books by the Author