Skip to Content
Filters

author.name

মুহাম্মদ আসিফ ইকবাল

মুহাম্মদ আসিফ ইকবাল জন্ম : ৩১ অক্টোবর ১৯৭৫-এ ঢাকায়। বাবা মাে. বাহাউদ্দিন ভূইয়া এবং মা নুরুন নাহার দুজনেই। ছিলেন চাকরিজীবী। সর্বশেষ স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ২০০০ সালে ব্যাংকিং পেশায় যােগদান করেন। বর্তমানে ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে এক্সিকিউটিভ । হিসেবে কর্মরত। লেখক ভ্রমণপিপাসু। পেশাগত ও ব্যক্তিগত জীবনে তিনি পৃথিবীর বিভিন্ন দেশ। ভ্রমণ করেছেন। মুহাম্মদ আসিফ ইকবাল স্কুলজীবন থেকেই লেখালেখিতে অভ্যস্ত। তার লেখাসমূহ বিভিন্ন সময়ে নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে । তার প্রথম বই কবিতার ‘তারপরও সে তুমি প্রকাশিত হয় ২০০৪-এর এপ্রিলে দ্বিতীয় বই কবিতার জলরঙে কার ছাপ’ ও তৃতীয় বই ছােটগল্পের ‘রংধনু পৃথিবী’ যথাক্রমে ২০১৩ ও ২০১৪-এর অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় লেখালেখির জন্য বিভিন্ন সময় তিনি পুরস্কৃত হয়েছেন।

Books by the Author