Skip to Content
Filters

author.name

মুহাম্মদ ফজলুল হক দাউদ

মুহাম্মদ ফজলুল হক দাউদ জন্ম ১৯৮৩ সালে ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স, ইংরেজী ভাষা ও সাহিত্যে মাস্টার্স এবং এল এল বি ডিগ্রী অর্জন করেন। বর্তমানে মফস্বলে স্নাতক পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। লেখকের প্রকাশিত বই- (১) গল্পগ্রন্থ 'জীর্ণপাতা', (২) রম্য গল্পের বই 'রঙ্গ ব্যঙ্গ', (৩) রম্য গল্পের বই 'গা ঘেঁষিয়া দাঁড়াইবেন না'। প্রকাশের পথে আছে- (১) কিশোর উপন্যাস 'জোড়া পাহাড়ের গহীন অরণ্যে', (২) অণুগল্পের বই অল্প কথার গল্প'। লেখকের পরবর্তি বিশেষ প্রকাশনা ১। ইউরোপিয় সাম্রাজ্যবাদের ইতিহাস নিয়ে লিখিত বই 'পৃথিবীটা কীভাবে জলদস্যুদের হলো' এর দ্বিতীয় খণ্ড। ২। বাংলার নবাবী আমল ও ভারতের মোগল সাম্রাজ্যের শেষ অধ্যায়ের ইতিহাস নিয়ে লিখিত 'গল্প আড্ডায় নবাবী বাংলা ও মোগল সন্ধ্যা'। ৩। নবাব সিরাজ উদ্দৌলার জীবনভিত্তিক ইতিহাস নির্ভর উপন্যাস 'খোশবাগ'।