Skip to Content
Filters

author.name

মেজর এস এম সাইদুল ইসলাম (অব.)

মেজর এস এম সাইদুল ইসলাম (অব.) ১৯৬৪ সালের ডিসেম্বরে যশােরে জন্ম। বেড়ে ওঠা সেখানেই। লেখালেখির আয়ােজন, ঝোক। ছােটবেলা থেকেই। ঝিনাইদহ ক্যাডেট কলেজে ভর্তির পর প্রিয় শিক্ষক, কবি রফিক নওশাদের অনুপ্রেরণায় সাইদুল ইসলাম নামে লেখা ছাপা হতে থাকে পত্র পত্রিকায়। বড়দের পাতায় প্রথম গল্প ছাপা হয় ১৯৮২ সালে অধুনালুপ্ত দৈনিক দেশে। সাপ্তাহিক রােববারে গল্প ছাপা হয় তার কিছুদিন পরেই। লেখক হিসেবে নাম ফোটার আগেই চলে। যেতে হয় চাকরিতে।। সরকারি চাকরির বাধ্য বাধ্যকতায় মূল ধারার লেখালেখি থেকে দীর্ঘদিন নির্বাসিত থাকার পর, ২০১১তে এ জগতে প্রত্যাবর্তন। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা লেখকের প্রিয় প্রসঙ্গ। ঢাকা সেনানিবাসের মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর বিজয় কেতনে জড়িত ছিলেন আদ্যন্ত। কনফ্লিক্ট এন্ড রেজিলিয়েন্স রিসার্চ ইন্সটিটিউট, কানাডার একজন পরিচালক মেজর এস এম সাইদুল ইসলাম (অব.) বর্তমানে সপরিবারে কানাডায় বসবাস করছেন। বেঙ্গল রেজিমেন্টের যুদ্ধযাত্রা ১৯৭১ লেখকের তৃতীয় গ্রন্থ। অন্যান্য বই : অচেনা চীনে, গােলাপের রঙ।