Skip to Content
Filters

author.name

মেহরাব রহমান

মেহরাব রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এ কথা নির্দ্বিধায় বলা যায়। শেখ মুজিব বাংলাদেশ নামের একটি ভূখণ্ড। পৃথিবীর মানচিত্রে অংকনের ক্ষেত্রে প্রধান রূপকার। এই সংকলিত বইটির কবিতা, ছড়া বঙ্গবন্ধুকে নিবেদিত এবং মুজিব ছাড়া বাংলাদেশের জন্ম অসম্ভব ছিল বলেই ‘পতাকার লাল সূর্য শেখ মুজিব’ নামকরণ করলাম। সম্পাদনার কাজটি সুখকর মােটেও নয়। দারুণ কবিতার পাঠক হওয়া যতটা সুখকর, ততটাই তিক্ততার সম্পাদনার কাজ। প্রকাশ মাত্রই অনেক অভিযােগের আঙুল সরাসরি সম্পাদকের দিকে। বঙ্গবন্ধুকে উৎসর্গিত দেশি-বিদেশি ভাষাভাষীর কবিদের কবিতাবলি হতে ভালাে লাগে এমন কবিতাগুলি বাছাই করেছি। সেই সুবাদে নিজের একটি কাব্য প্রয়াস হিসেবে ‘পতাকার লাল সূর্য শেখ মুজিব’ যুক্ত করতে পেরে সত্যিই আনন্দিত। এ প্রসঙ্গে বলতে হয় যে, আজকের স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্বের ফসল, সংগ্রামের ফসল ১৯৭১-এর ৭ই মার্চের বঙ্গবন্ধুর কাব্যসম ঐতিহাসিক স্বাধীনতার ঘােষণা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উৎস,