Skip to Content
Filters

author.name

মো. আজিজুল আলম (নৌ-কমান্ডে)

নৌ-কমান্ডাে মাে. আজিজুল আলম জন্ম ১৯৫০ সালে রাজশাহীর পদ্মাপারের ছায়া সুনিবিড় গ্রামে। অকালে পিতৃবিয়ােগ তাঁকে জীবনসংগ্রামের সঙ্গে পরিচিত করে। স্কুলের পাঠ শেষে ১৯৬৭ সালে তিনি রাজশাহী কলেজে ভর্তি হয়ে আইয়ুবি স্বৈরাচার-বিরােধী আন্দোলনে জোরদারভাবে সম্পৃক্ত হন। ১৯৬৯ সালে কৃতি ছাত্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে মনপ্রাণ ঢেলে দেন। মুক্তিযুদ্ধে ঝাপ দিতে তাই তার বিলম্ব ঘটেনি। অচিরে যােগ দেন গােপন নৌ-কমান্ডাে বাহিনীতে, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পালন করেন। দেশপ্রেমিক কর্তব্য। স্বাধীনতার পর আবার তিনি ফিরে আসেন বিশ্ববিদ্যালয়ে, এম.এসসি পাশ করে পিএইচ.ডি গবেষণায় যুক্ত হন। বৃত্তি বন্ধ হওয়ায় গবেষণা ছেড়ে যােগ দেন কলেজ শিক্ষকতায়, পরে ১৯৭৯ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন। বাের্ডে। বাের্ডের অন্যতম শীর্ষ কর্মকর্তা হিসেবে ২০০৮ সালে অবসর গ্রহণ। করেন। ২০১৫ সালে স্ত্রী-বিয়ােগ তার। জন্য চরম দুঃখবহ হয়েছে। তিনি তিন কন্যা ও এক পুত্রের জনক।