Skip to Content
Filters

author.name

মো. ইবাদুল ওসমানী

মােঃ ইবাদুল ইসলাম (ফয়সাল) জন্ম : ১৯৭১, হবিগঞ্জ। জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। এছাড়া লেখক-ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম. ফিল পর্যায়ে গবেষণায় সম্পৃক্ত ছিলেন। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ কলেজে শিক্ষকতা দিয়ে জীবন শুরু, পরিবর্তিতে ব্যাংকার। ছাত্রজীবনে সাংবাদিকতা এবং বাংলাদেশ টেলিভিশন বিতর্কে জড়িত ছিলেন। এ গ্রন্থটি ছাড়াও লেখকের ‘সময়ের ক্ষণে ক্ষণে নামে একটি কাব্যগ্রন্থ রয়েছে।