Skip to Content
Filters

author.name

মো. ইয়াছিন

মাে. ইয়াছিন ২০০২ সালের ২ জানুয়ারি সিলেটে। জন্মগ্রহণ করেন। ব্যবসায়ী বাবা ও গৃহিণী মায়ের প্রথম সন্তান তিনি। ছােটবেলা থেকেই গল্প এবং গল্পের বইয়ের প্রতি ভীষণ আকর্ষণ ছিল। বই। পড়তে পড়তেই একদিন বিশাল লাইব্রেরি গড়ে তােলার স্বপ্ন দেখেন। ২০১৮ সালের শুরুর দিকে। লেখালেখির জগতে পা রাখেন তিনি। এরপর সামাজিক যােগাযােগ মাধ্যমে অসংখ্য ছোটগল্প । এবং সামাজিক, থ্রিলার, সায়েন্স ফিকশন জনরার। ধারাবাহিক গল্প লিখেছেন। পেশাগত দিক থেকে চাকরিজীবী হলেও ভবিষ্যতে লেখালেখিকে পেশা। হিসেবে বেছে নিতে চান তিনি।।