Skip to Content
Filters

author.name

মো. ওয়াহেদ হোসেন

মো. ওয়াহেদ হোসেন জন্ম। রাজশাহী জেলার চারঘাট থানার মােক্তারপুর খলিফাপাড়া গ্রামে। তিনি ১৯৮৮ সালের ৫ ডিসেম্বর পিতা মাে. আফজাল হােসেন ও মাতা সাহিবা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৪ সালে সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৬ সালে সরদহ সরকারি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে ফলিত গণিত বিষয়ে বিএসসি (অনার্স) এবং ২০১২ সালে এমএসসি পাস করেন। বর্তমানে তিনি রাজশাহীর চারঘাট থানার সাদিপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (বিএসসি, গণিত) হিসেবে শিক্ষকতা করছেন।