মো. শহিদুর রহমান খান
মো. শহীদুর রহমান খান কবি ও লেখক। জন্ম ১ মার্চ ১৯৮৬ টাঙ্গাইল জেলার পশ্চিম পৌলি গ্রামে। বাবা মরহুম রেজাউর রহমান খান ও মা নাজমুন্নেছা খানম। তিনি টাঙ্গাইলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ঢাকার আবুজর গিফারী কলেজ থেকে মার্কেটিং বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান লেকচার পাবলিকেশন্স লিমিটেডের গবেষণা ও উন্নয়ন বিভাগে 'লেখক ও সম্পাদক পদে ২০১২ সাল থেকে আমৃত্যু কাজ করেছেন তিনি। রচনা ও সম্পাদনা করেছেন স্কুল-কলেজের বেশকিছু পাঠ্যবই ও অনুশীলনমূলক বই। * Learn More Bangladesh" নামের একটি গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। এছাড়া বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত ছিলেন। সর্বোপরি লেখালেখি, ভ্রমণ, পরিবারের সান্নিধ্য এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা ছিল তাঁর জীবনের অন্যতম পাথেয়। মো. শহীদুর রহমান খান একজন গুণী কবি ও লেখক। তিনি ২৯ জুন ২০২৪ তারিখে মহান রবের ইচ্ছায় পৃথিবীর মায়া ছেড়ে ইহলোক ত্যাগ করেন।